LG এর নতুন ফ্লাগশিপ LG V40।

1
41

LG এর ২ ক্যামেরা এর দিন শেষ,এখন LG নিয়ে আসছে ৫ টি ক্যামেরা।LG এর নতুন এই ফ্লাগশিপ এর নাম LG V40 Thinq।যদি আপনি আগে LG ফোন ব্যাবহার না করে থাকেন এবং ব্যাবহার করতে চান তাহলে এখনি হয়ত সঠিক সময়।কোম্পানির মতে ফোন টি প্রি অর্ডার করলে কাস্টমার রা $২০০ ডিসকাউন্ট পাবে।ফোনটি তে ৬.৪ ইঞ্চ এর QuadHD+ Oled panel যুক্ত ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে।এটাতে ৩১২০×১৪৪০ রেজুলেশনে ১৯.৫:৯ এসপেক্ট রেশিও এবং প্রতি ইঞ্চি তে ৫৩৭ পিক্সেল রয়েছে।সামনে ফোনের উপরে একটি নচ এ ২ টি ক্যামেরা দেওয়া হয়েছে।কিন্তু স্ক্রিন এতটাই কালো যে বুঝাই যাবে না যে ক্যামেরা ২ টি রয়েছে।ডিজাইন দেখে প্রথমে সবারই মনে হতে পারে যে এটা LG V30 বা LG V30+।LG V40 ফোনটির বেজেল এতই সূক্ষ্ম ছোট যা বুঝাই যায় না প্রায়।ফোনটিতে Iphone XS এবং Samsung Galaxy S9 এর মত Ip68 রেটিং এ ওয়াটার প্রুফিং দেওয়া হইছে।ফোনটি উল্টালে পিছনে ৩ টি ক্যামেরা দেখা যাবে এবং তার নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ফোনটি প্রথমে ২ টি রঙে পাওয়া যাবে।কালো এবং নীল।ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৪৫ চিপসেট ব্যাবহার করা হয়েছে।র্যাম হবে ৬ জিবি এবং রম হবে ৬৪ জিবি।ফোনটিতে ৩৩০০ Mah এর বড়ো ব্যাটারি ব্যবহৃত হইছে।ফোনটি শুরুতে অরিও ৮.০ ভার্সন এ পাওয়া যাবে। ফোনটির প্রধান ক্যামেরা হচ্ছে ১৬ মেগাপিক্সেল এবং বাকি ২ টি হচ্ছে ১২ মেগাপিক্সেল এর।ফোনটিতে টেলিফটো এবং ওয়াইড এঙ্গেল লেন্স ২ টাই রয়েছে।সামনে ২ টি ক্যামেরার মধ্যে ১ টি হচ্ছে ৮ মেগাপিক্সেল এবং ১ টি হচ্ছে ৫ মিগাপিক্সেল যেটায় ৯০° ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে।LG V40 ফোনটি ফুল 4k ভিডিও 60 FPS এ ধারণ করতে পারে। Slow Motion ভিডিও ধারণ করতে পারে 240 FPS এ 1080p রেজুলেশনে।ফোনটি ফ্ল্যাগসিপ হবে।এবং এটার দাম হবে $৯০০।যারা এখনো LG ফোন ব্যাবহার করেন নি এবং করতে চান তারা নিঃসন্দেহে এই ফোন টি নিতে পারেন।আপনারা আশাহত হবেন না এটা বলতে পারি।

– নিজস্ব প্রতিবেদক : আব্দুল আজিজ রিফাত –
– Ebanglanewspaper.com
– সত্যের সাথে আগামীর পথে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here